পাঁচটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন ৩৫ জন হয়েছে। সোমবারের এই বোমা হামলায় আহত হয়েছেন আরো ৬০জন।
সিনহুয়া সংবাদমাধ্যমকে ক্যামেরুনের সেনাসূত্র জানিয়েছে, পাঁচজন নারী বেলা ১১.৩০ মিনিটের দিকে বোদোতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। ধারণা করা হচ্ছে ওই নারীরা সবজি বিক্রেতা। তারা সবজি বহনের ঝুড়িতে বোমাগুলো লুকিয়ে রেখেছিল। এতে ওই পাঁচ আত্মঘাতীসহ ৩৫জন নিহত ও ৬০জন আহত হয়েছেন। বোদো শহরটি ক্যামেরুনের উত্তরাঞ্চলে নাইজেরীয় সীমান্তের কাছে অবস্থিত।
নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২০১৩ সাল থেকে ক্যামেরুনে হামলা চালানো শুরু করে। গোষ্ঠীটির হামলায় দেশটিতে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অবশ্য বিবিসি বলছে, অন্ততপক্ষে তিন হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে অন্ততপক্ষে ২৫জন নিহত হয়েছেন।