নগ্ন পোজ দিলেন বৃটিশ তারকা কারা কিলবে


শনিবার,২৩/০১/২০১৬
875

মডেল ডেমি মুরকে অনুকরণ করলেন বৃটিশ সাবেক রিয়েলিটি তারকা কারা কিলবে। ডেমি মুর অন্তঃসত্ত্বা হওয়ার পর একেবারে বিবস্ত্র হয়ে ছবি তুলে তা পোস্ট করেছিলেন। কারা কিলবেও তাই করলেন। পুরো শরীরে এক টুকরো সুতো পর্যন্ত রাখেন নি। এমন পোজ দিয়ে একটি দু’টি ছবি প্রকাশ করেন নি। অনেকগুলো ছবি পোস্ট করেছেন। ফেব্রুয়ারিতে তিনি সন্তানের মা হতে চলেছেন। তাই এখন চূড়ান্ত সময়ে একেবারে বিবস্ত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন।

বিভিন্ন অঙ্গভঙ্গিতে পোজ দিলেন। সেই ছবি নিয়ে বৃটিশ মিডিয়ায় তোলপাড়। একটি বহুল প্রচারিত পত্রিকার অনলাইন সংস্করণে তার বেশ কতগুলো ছবি প্রকাশ হয়েছে। বলা হয়েছে, সাবেক এই রিয়েলিটি তারকা এখন তার সন্তানের জন্য শুধুই দিন গণনা করছেন। তার মাঝে এখন আনন্দের শেষ নেই। আর মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি মা হতে চলেছেন। সেই আনন্দ বুকে ধারণ করেই তিনি ডেমি মুরের স্টাইলে নগ্ন হলেন ক্যামেরার  সামনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট