কয়েকদিন আগে কলকাতার রাজ পথে কুচকা আওয়াজ করা কাকে বলে সেটা দিদির লোকের বেশ দেখিয়ে দিয়েছে। আর দিদি আগামী ২৭ শে জানুয়ারী দেখাবে উন্নয়ন কাকে বলে। সেখানে প্রচার করা হবে এত অভাব অনটনের মধ্যেও সস্তায় কিভাবে চাল দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যে নিজের ঢাক নিজে পেটাতে ভালোবাসেন তাও শুধু মাত্র নিজের নাম, যশের জন্য, এমন হ্যাংলামি তিনি তার রাজনৈতিক জীবনে আগে কখন দেখেননি, বুধবার বুনিয়াদপুরে এক জনসভায় ঠিক এমন ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কারণ হিসেবে অধীর বাবু বলেন, এই প্রকল্প তো কেন্দ্র সরকারের। ভারত বর্ষের এমন ১৪টি রাজ্যে এই প্রকল্প চলছে। তাহলে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজের ঢাক পেটাছেন কি করে। কি করে তিনি বলছেন এই চাল তিনি দিচ্ছেন। এই ভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও বলেন, বেকারদের চাকরী লাগবে না, কোন শিল্প লাগবে না, সব কিছুর সমাধান দিদির দু কেজি চাল।
আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোটের পথেই হাটবে যে তার ইঙ্গিত ফের একবার দিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বুধবার বুনিয়াদপুরে এক জনসভায় ঠিক এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে জোট হলে ভোটের শতাংশ হিসেবে তৃণমূল কংগ্রেস অনেকটাই পেছনে থাকবে জোট দলের কাছে, সেটা দিদি ভালো করেই জানে তাই হয়তো তিনি ভয় পাচ্ছেন। জোট হবে না কি হবে খুব তাড়াতাড়ি সবাই জানতে পারবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিনের সভা থেকে অধীর বাবু বলেন ২০১১ সালে যে শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল তা আর বর্তমানে নেই তৃণমূল কংগ্রেসের। তাই হয় তো সাইকেল বিলি, চাল বিলি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী’র
বুধবার,২০/০১/২০১৬
917