ঋষি কাপূরের প্রশংসা কুড়িয়েছেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী ও মডেল সানি লিওন। নতুন বছরে বক্স অফিসে হাততালি কুড়োবেন কি না, তা ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাতত বছরের শুরুতেই একজনের প্রশংসা কুড়োলেন সানি লিওন।
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করবেন না সানি লিওন। দিল্লি সরকারের আবেদনে সাড়া দিয়ে সানি জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আর কখনও তাকে এই ধরনের বিজ্ঞাপনে দেখা যাবে না। আর এই সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই জনপ্রিয় অভিনেতা কারণে ঋষি কাপুরের মুখে সানির প্রশংসা বেরিয়ে এসেছে।
ঋষি কাপূর মনে করেন, যেভাবে, বিশেষ করে বিভিন্ন সাক্ষাৎকারে সানি এই বিষয়টিকে সামাল দেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।