অভিনেত্রী সানি অতীতকে ভুলবে না


মঙ্গলবার,১৯/০১/২০১৬
787

দেশে ইন্টারনেটে তাঁকেই খোঁজা হয় বেশি৷ তাও একবছর নয়৷ পরপর দু’বছর শীর্ষে আছেন সানি৷ অথচ তাঁর নিজের নাকি কোনও ওয়েবসাইটে নেই৷ সানি লিওন অফিসিয়াল ওয়েবসাইট বলে যেটি ছিল, সেটি কবেই নাকি বিক্রি করে দিয়েছেন তিনি৷  কি নিজের অতীতকে অস্বীকার করতে চাইছেন এখন? সানি অবশ্য জানাচ্ছেন, তিনি কখনই নিজের অতীত অস্বীকার করতে চান না৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইট বিক্রির কথা জানিয়েছেন তিনি৷ প্রসঙ্গত, বলিউডে পা রাখলেও তিনি পর্ন প্রমোট করছিল বলে অভিযোগ উঠেছিল৷ কেননা তাঁর অফিসিয়াল ওয়েবসাইটে ছিল পর্ন ভিডিও৷ এতদিন পর তিনি জানালেন সে সাইটের মালিক তিনি আর নন৷

নিজের অতীত নিয়ে কি তাহলে লজ্জিত সানি? তাই বিক্রি করে দিয়েছেন ওয়েবসাইট? সানি অবশ্য জানাচ্ছেন, অতীতকে তিনি কোনওভাবেই অস্বীকার করেন না৷ তাঁর মতে আজকে তিনি যে জায়গায় পৌঁছেছেন, তা তাঁর অতীতের জন্যই৷ কিন্তু অতীতের ইন্ডাস্ট্রি তাহলে ছেড়েই বা এলেন কেন? সানি জানিয়েছেন, কেউ তাঁকে জোর করে কিছু করাননি৷ এমনকী অন্য অভিনেত্রীদের যেমন ছোটবেলায় ধর্ষিতা হওয়া বা শ্লীলতাহানির শিকার হওয়ার ঘটনা আছে, তাঁর ক্ষেত্রে তেমনটাও হয়নি৷  জোর করে তিনি কিছুই করেননি৷ কিন্তু জীবনে নতুন নতুন অধ্যায় আসে৷ সেভাবেই তাঁর কাছে খুলে গিয়েছিল বলিউডের দরজা৷ তিনি নতুন পথটি বেছে নিয়েছিলেন৷ তাই তিনি আজ এখানে এসে পৌঁছেছেন৷ কিন্তু তার মানে এই নয় যে, অতীতকে নিয়ে তিনি লজ্জিত।সানির আগামী ছবি ‘মস্তিজাদে’ মুক্তি পাবে ২৯ জানুয়ারী, ২০১৬৷

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট