পরিতোষ বর্মণঃ ১০ দিন আগে দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটে বিএসএনএলের বেহাল পরিষেবায় খতিয়ে দেখে গেছিলেন টেলিকম ডিভিশন্যাল ম্যানেজার বা টিডিএম আর রাভির। ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্বাভাবিক হোলনা বালুরঘাটের বিএসএনএলের বেহাল পরিস্থিতি। বরং এখন আরও করুণ অবস্থা বিএসএনএলের বলে গ্রাহকদের অভিযোগ। বিএসএনএল পরিষেবা বেহাল হয়ে পরায় বন্ধ হয়ে গেছে ইন্টারনেট থেকে টেলিফোন ও মোবাইল পরিষেবাও। এমনকি বন্ধ হয়ে পড়েছে ব্যাঙ্কিং পরিষেবা। ঘটনায় ব্যাপক দুর্ভোগের মুখে বিএসএনএলের কয়েক হাজার গ্রাহক।
গত প্রায় চার মাস থেকে ক্রমাগত বিএসএনএলের বেহাল পরিষেবায় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট সহ জেলার ইন্টারনেট থেকে টেলিফোন ও মোবাইল পরিষেবা। ঘটনায় নিত্যদিন বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা থেকে মোবাইল ফোন। ব্যাঙ্ক, পোষ্ট অফিসে গিয়ে পরিষেবা না পেয়ে ঘুরে আসতে হচ্ছে অসংখ্য গ্রাহককে। আর এই সব অভিযোগ বালুরঘাট মহকুমা টেলিকম আধিকারিককে জানিয়েও কোন সুরাহা না পেয়ে ক্রমাগত এই রাষ্ট্রায়ত সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে এই জেলার কয়েক হাজার গ্রাহক। এমনতেই এই রাষ্ট্রায়ত সংস্থা থেকে বহু গ্রাহক নিজেদের সরিয়ে নিয়েছেন। যার ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক ক্ষতির মুখে দেশের একমাত্র রাষ্ট্রায়ত টেলিফোন সংস্থা।
বালুরঘাটে BSNL এর বেহাল অবস্থা
শুক্রবার,১৫/০১/২০১৬
846