বিশ্বরেকর্ড করল অপূর্বী চাণ্ডিলা


বৃহস্পতিবার,১৪/০১/২০১৬
704

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    শুটার অপূর্বী চাণ্ডিলা গড়লেন বিশ্বরেকর্ড। পাঁচ বছর আগের রেকর্ড ভেঙে সুইডিশ গ্রাঁ প্রিতে জিতলেন সোনা। অলিম্পিকে সোনাজয়ী  সিলিংয়ের রেকর্ড ভেঙেছেন তিনি। মিউনিখে ২০১০ সালে ১০ মিটার এয়ার রাইফেলে এই রেকর্ড করেছিলেন সিলিং। তিনি শুট করেন ২১১। অপূর্বী করেছেন ২১১.২। গত ৫ জানুয়ারি এই সাফল্য অপূর্বী চা-িলাকে অনন্য উচ্চতায় বসিয়েছে। অপূর্বী ইতোমধ্যে রিও অলিম্পিকে অংশ নেবার যোগ্যতা অর্জন করেছেন। তার আগে এই সাফল্য তাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। সোনাজয়ী অপূর্বীর সঙ্গে রোপ্য ও ব্রোঞ্জ জেতেন সুইডেনের স্টিফেনসন ও নিয়েলসন। দু’জনের পয়েন্ট ২০৭.৬ ও ১৮৫। সাফল্যে উচ্ছ্বসিত অপূর্বী বলেন, এই সোনাজয় রিওতে নামার আগে তার আত্মবিশ্বাস বাড়াবে। পদক পেতে সাহায্য করবে। অপূর্বী অবশ্য গত মাসেই জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এছাড়া আইএসএসএফ বিশ্বকাপে গত এপ্রিলে ব্রোঞ্জ জয়ের পরই তিনি অলিম্পিকের ছাড়পত্র পান। অপূর্বীর বাড়ি রাজস্থানে। পুরো রাজস্থানের মানুষদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট