দক্ষিণ দিনাজপুরে স্বামী বিবেকান্দের ১৫৪ তম জন্মবার্ষিকী পালিত হল।


মঙ্গলবার,১২/০১/২০১৬
712

 পরিতোষ বর্মণঃ   সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায় স্বামী বিবেকান্দের ১৫৪ তম জন্মবার্ষিকী সাড়ম্বরে সঙ্গে পালিত হল। এদিন সকালে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে একটি বনাঢ্য র‍্যালি বের করা হয়। এর পর শহরের হিলি মোড় এলাকায় স্বামী বিবেকান্দের মূর্তিতে মাল্যদান করেন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী। অন্যদিকে বালুরঘাট টাউন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বালুরঘাট জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। ফল বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাট টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজিৎ রুদ্র সহ অন্যান্য নেতৃত্ব। জেলার বিভিন্ন এলাকার স্কুল কলেজ ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও স্বামী বিবেকান্দের ১৫৪ তম জন্মবার্ষিকী সাড়ম্বরে সঙ্গে পালন করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট