শুভমাল্য হাজরাঃ অজস্র মানুষের পায়ে পায়ে পদদলিত হয়েও পথের মধ্যে কেউ সৃষ্টি করে তার প্রতিভা। সেই রকম-ই মহানগরী কলকাতায় পথে নাম না জানা এক ব্যক্তির কথা সংবাদে চিত্রের মাধ্যমে তুলে ধরলাম। পথে চলার সময় অনেক মানুষ আমাদের চোখে পরে যাদের পেশা ভিক্ষা। অনেকেই আমরা তাদের এড়িয়ে চলে যাই, কিন্তু এই ছেলেটির দিক থেকে কেউই চোখ এড়িয়ে নিতে পারবেন না। কারণ তার পেশা ভিক্ষা হলেও নেশা হল পথের মধ্যে রং দিয়ে চিত্রাঙ্গণ। এই চিত্রাঙ্গণের মাধ্যমেই ছেলেটি তার রোজগারের পথ বেছে নিয়েছে। নাম না জানা এই ছেলেটিকে অনেক মানুষ-ই তাদের সাধ্য মতো সাহায্য করছে। সভ্যতার শুরু থেকে মানুষ গ্রামোচ্ছাদনের জন্য সংগ্রাম করেছে এবং সংগ্রামের মাধ্যমে অনেক কিছু জয় করেছে বলেই পৃথিবীর সমস্ত রূপ, রস, গন্ধ ধরা দিয়েছে তার হাতে। আমরা সকল মানুষ যদি একত্রিত হয়ে এইসমস্ত প্রতিভাবান ছেলেগুলিকে সংবাদের পাতায় তুলে ধরতে পারি, তাহলে হয়তো এই সুপ্ত প্রতিভা বিশ্বের কাছে জাগ্রত হয়ে উঠবে। হয়ত বা এই ছেলেটি কোনো একদিন জগৎ সভায় শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করবে। নাকি এই সকল পথের ক্লান্তি কি পথেই থেমে যাবে ?
পথের রূপকথা / প্রত্যাশার স্বপ্নপূরণ
রবিবার,২২/০৩/২০১৫
512