সিপিআইএমএল লিবারেশনের পথ অবরোধ কালিয়াগঞ্জে


বুধবার,০৬/০১/২০১৬
703

বিকাশ সাহাঃ    অপুষ্টি ও অনাহারে একের পর এক চা শ্রমিক মৃত্যু হচ্ছে রাজ্যে, চা শ্রমিকদের পিএফ ও খাদ্যের সুরক্ষার দাবীতে এদিন মঙ্গলবার গোটা উত্তরবঙ্গের সাথে সাথে কালিয়াগঞ্জে আন্দোলনে নামেন সিপিআইএমএল লিবারেশন । এদিন সকাল ১১ টা নাগাত সিপিআইএমএল লিবারেশনের তরফে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে পথ অবরোধে সামিল হল সংগঠনের ৬৬ জন নেতা কর্মী। পথ অবরোধের জেরে রায়গঞ্জ বালুরঘাটগামী ১০-এ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পরে। আটকে পরে বেশকিছু গাড়ি। মিনিট পনেরো পরে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে সিপিআইএমএল লিবারেশনের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে। এরপরেই যান চলাচল স্বাভাবিক হয়। এদিন সিপিআইএমএল লিবারেশনের মোট ২৮ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বেক্তিগত জামিনে মুক্ত হয় তাঁরা।
এদিনের পথ অবরোধে সামিল হয়েছিলেন, সিপিআইএমএল লিবারেশনের জেলা সম্পাদক জগদীশ রাজভর, রাজ্য কমিটির সদস্য মহম্মদ তসলিম আলি, লোকাল সম্পাদক প্রদীপ দেবশর্মা, নমিরুদ্দিন সরকার সহ প্রমুখ।
সিপিআইএমএল লিবারেশনের জেলা সম্পাদক জগদীশ রাজভর জানান, অনাহার ও অপুষ্টিতে একের পর এক চা শ্রমিকের মৃত্যু হচ্ছে রাজ্যে। অথচ চা শ্রমিকদের সুরক্ষার জন্য রাজ্য সরকার ও চা বাগান মালিক কোণও পদক্ষেপ নিচ্ছেন না। চা শ্রমিকের খাদ্যের কোণও সুরক্ষা নেই, মালিক কর্তীপক্ষ তাঁদের পিএফের দেওয়ার কোণও ব্যাবস্থা করছে না। চা শ্রমিকদের পিএফের দাবী সহ তাঁদের খাদ্যের সুরক্ষার দাবীতে এদিন কালিয়াগঞ্জ সহ গোটা উত্তরবঙ্গ ব্যাপী আমরা আন্দোলনে সামিল হয়েছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট