খবরইন্ডিয়াঅনলাইনঃ উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে ভূমিকম্পে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে ও ১০০ জন আহত হয়েছে।
আজ সোমবার স্থানীয় সময় ভোর চারটা ৩৬ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭।
আবহাওয়া দফতর টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে মণিপুরের তামেংলঙ এর ননি গ্রাম ভূমিকম্পের উৎপত্তিস্থল।
প্রচণ্ড ঝাঁকুনিতে ইম্ফলের বিভিন্ন ভবনের দেয়াল, সিঁড়ি ও ছাদ ধসে পড়েছে বলে ইম্ফলের পুলিশ ও দুর্যোগ প্রতিরোধ ইউনিট জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে কয়েকটি হাসপাতালও রয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িষাতেও।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, গুয়াহাটি থেকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ) ভূমিকম্প দুর্গত এলাকায় যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামে রয়েছেন। তাকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।