কালিয়াগঞ্জে নিজেদের ঘর গোছাতে শুরু করলো সিপিআইএম


রবিবার,০৩/০১/২০১৬
814

বিকাশ সাহাঃ    আসন্য বিধানসভা নির্বাচনের আগে কালিয়াগঞ্জে নিজেদের ঘর গোছাতে শুরু করলো সিপিআইএম। কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার পার্টির বয়োজ্যেষ্ঠ কর্মীদের নিয়ে এদিন একটি কর্মী সভার আয়োজন করেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। সিপিআইএম পার্টির বয়োজ্যেষ্ঠ কর্মী যারা দীর্ঘদিন ধরে বসে আছেন কিংবা বিভিন্ন কারণে পার্টিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করছেন না, মূলত সেই সকল বয়োজ্যেষ্ঠ পার্টি কর্মীদের নিয়ে এদিন ঘরোয়া বৈঠক করেন সেলিম সাহেব। পার্টির আহব্বানে প্রায় দুই শতাধিক বয়োজ্যেষ্ঠ পার্টি কর্মী এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন। এদিন রবিবার বিকেলে প্রথমে কুনোর কালিচরন উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এরপরেই বিকেল সাড়ে ৪ টা নাগাত কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ের আমবাগান এলাকায় অবস্থিত জ্যোতি বসু ভবনে বয়োজ্যেষ্ঠ পার্টি কর্মীদের নিয়ে আয়োজিত কর্মী সভায় উপস্থিত হন তিনি। আসন্য বিধানসভা নির্বাচন উপলক্ষে সংগঠনকে মজবুত করার পাশাপাশি পার্টি কর্মীদের সক্রিয় ভাবে অংশগ্রহণ করার আহব্বান জানান মহম্মদ সেলিম।
মহম্মদ সেলিম ছাড়াও এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন, সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল, জোনাল সম্পাদক দেবব্রত সরকার, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ভারতেন্দ্র চৌধুরী, কালিয়াগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলার গনেন্দ্র শঙ্কর মজুমদার, ডিওয়াইএফআই জোনাল সম্পাদক পুলক কুণ্ডু সহ প্রমুখ।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট