ভারত – বাংলাদেশ যৌথ ভাবে মেগা সিরিয়াল নির্মাণ হতে চলেছে


মঙ্গলবার,২৯/১২/২০১৫
759

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ভারত – বাংলাদেশ    যৌথভাবে মেগা সিরিয়াল নির্মান করছেন সাতক্ষীরার সন্তান, টিভি নাট্য পরিচালক জি. এম সৈকত। বাংলাদেশে এই প্রথম যৌথভাবে বড় কোনো মেগা সিরিয়াল নির্মান করা হচ্ছে। এই মেগা সিরিয়ালটিতে অভিনয় করবেন প্রখ্যাত অভিনেতা তাপস পাল, তুলিকা বোস, মা সিরিয়ালের খ্যাত নায়ক অঙ্কুস সহ অনেক পরিচিত তারকা মুখ। নাটকে প্রধান মেয়ে চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের একটি নতুন মূখ। পাশাপাশি সাতক্ষীরা থেকেও কয়েকজন শিল্পীকে নিয়ে কাজ করতে চাচ্ছেন পরিচালক জি. এম সৈকত। জি.এম সৈকত বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করাটা খুবই জরুরী বলে আমি মনে করি। তবে অবশ্যই আমাদের দেশীয় সংস্কৃতিকে ঠিক রেখে। বিখ্যাত অভিনেতা তাপস দা’র বাড়িতে দীর্ঘক্ষণ ধরে সিরিয়ালের অভিনয়ের ব্যাপারে কথা হয়েছে। আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারী থেকেই শুটিং শুরু করবো। বর্তমানে কলকাতাতে নাটকের সেট বানানোর কাজ চলছে। বেশির ভাগ শুটিং আমরা সেখানেই করবো। আর বড় প্রজেক্টে অবশ্যই আমার নিজ জেলা সাতক্ষীরার শিল্পীদের কাজ করার সুযোগ দিতে চাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট