সত্যজিৎ চক্রবর্তীঃ কলকাতা ভেটারেন্স ক্লাবের উদ্যোগে শৈলেন মান্নার স্মৃতিতে হবে কর্পোরেট ফুটবল। ৪০-এর বেশি বয়সীদের নিয়ে এই টুর্নামেন্ট আটটি অফিস ক্লাব অংশ নেবে। সঙ্গে হবে অনূর্ধ্ব- ১৫ নার্সারি টুর্নামেন্ট। ২১ থেকে ২৪ মার্চ খেলা হবে বিধাননগর সেন্ট্রাল পার্ক ও ইস্টবেঙ্গল মাঠে।
শৈলেন মান্না ট্রফি
শুক্রবার,২০/০৩/২০১৫
675