আমি দুঃখিতঃ ব্লাটার


মঙ্গলবার,২২/১২/২০১৫
626

  খবরইন্ডিয়াঅনলাইনঃ   আট বছরের নিষেধাজ্ঞার মুখে পড়লেন ফিফার পদত্যাগকারী প্রেসিডেন্ট সেফ ব্ল্যাটার এবং উয়েফো প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটিতে শুনানির পর ফুটবলের এই দুই শীর্ষ কর্মকর্তার নামে আট বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়। ফুটবল সম্পর্কিত সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে ব্ল্যাটার এবং প্লাতিনিকে।  তবে এই নিষেধাজ্ঞার ঘোষণায় লজ্জিত নন  ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার। তিনি মনে করেন, ফুটবল বিশ্বে তিনি সব সময়ই মানবিকতাবোধ সম্পন্নবোধ ব্যক্তি হিসেবেই বিবেচিত হবেন। তবে ফিফা এথিকস কমিটির এই আট বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন ব্ল্যাটার। সোমবার এমন নিষেধাজ্ঞার ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটাই জানান সেপ ব্লাটার। ব্লাটার বলেন, ‘আমি সত্যিকার অর্থেই খুব দুঃখিত। আমি দুঃখিত। কারণ, আক্ষরিক অর্থেই একটা ঘুষি খেয়েছি আমি। আমি আরও দুঃখিত যে, ফিফা প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই আমি এই ঘুষিটি খেলাম। ফুটবলের জন্যই আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’ আবেগী ব্লাটার আরও বলেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি ফিফার ৪০০’র বেশি সদস্যের পক্ষ থেকে। আমি দুঃখিত, কারণ এই বিশ্বে একজন মানবিকতাবোধ সম্পন্ন ব্যক্তি হিসেবেই আমি বিবেচিত হয়ে থাকবো সব সময়। ফিফার জন্যই আজ আমি দুঃখ প্রকাশ করছি।’ প্লাতিনিকে দেয়া অর্থের বিষয়ে ব্লাটার বলেন, ‘নয় বছর পর আমার জন্য সে একটা কাজ সম্পন্ন করেছিল। যেটা ছিল জেন্টলম্যান এগ্রিমেন্ট । মৌখিক এই চুক্তির বিনিময়ে যে কোন সময় আমরা একে অপরকে অর্থ পরিশোধের বিষয়টা উল্লেখ ছিল।’ তিনি আরও বলেন, ‘আমি একমত পোষণ করছি তাদের সঙ্গে। তবে এটা সম্পূর্ণ প্রশাসনিক এবং অর্থনৈতিক বিভাগের বিষয়। তারাই এ বিষয়টা দেখাশোনা করবেন। এথিক্স কমিটির নাক গলানোর এখানে কিছুই ছিল না।’ উচ্চ আদালতে যাওয়ার প্রসঙ্গে ব্লাটার বলেন, ‘আমি লড়াই করবো। নিজের জন্য এবং ফিফার জন্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট