পরিতোষ বর্মণঃ সরকারি বাস ও বে সরকারি বাসের মধ্যে রেশারেশির কারণে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরির পেছনে ধাক্কা মারলো সরকারি বাস, আবার দুর্ঘটনাগ্রস্থ সরকারির বাসে ধাক্কা মারে বে-সরকারি বাস। রবিবার সকালে পথ দুর্ঘটনা ঘটে হরিরামপুর থানা ও গাজোল থানার মাঝামাঝি দেওতলাতে। দুর্ঘটনায় আহত তিন গাড়ির চালক সহ প্রায় ১৫ জন। আহতদের গাজোল হাসপাতাল ও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানা ও গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ঘাতক গাড়ি গুলিকে উদ্ধার করলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
জানা গেছে, আজ সকালে বহরমপুর গামি একটি সরকারি বাসের সঙ্গে একটি বে-সরকারি বাসের রেশারেশি শুরু হয় গঙ্গারামপুরের পর থেকে। এরপর দেওতলাতে পাথর বোঝাই একটি লরির পেছনে ধাক্কা মারে সরকারি বাস ও তার পেছনে বেসরকারি বাসটি ধাক্কা মারে। তবে ঘটনায় কেউ মারা গেছে কিনা তা জানা যায়নি এখন।
সরকারি বাস ও বেসরকারি বাসের মধ্যে সংঘর্ষ
রবিবার,২০/১২/২০১৫
577