বিকাশ সাহাঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসতে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের সহকারী পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংয়ের নেতৃত্বে আয়োজিত বিজেপির আইন অমান্য আন্দোলনের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এদিন কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে পথ অবরোধে সামিল হল বিজেপির নেতা কর্মীরা। এদিন শুক্রবার বেলা ২ টা নাগাত পথ অবরোধ শুরু হয়। ৩০ মিনিট ধরে চলে এই পথ অবরোধ।
এদিনের পথ অবরোধে সামিল হয়েছিলেন, বিজেপির কালিয়াগঞ্জ শহর সভাপতি মোহিতবরণ কুণ্ডু, শহর সম্পাদক অমিত সাহা, ব্লক সম্পাদক কমল সরকার, টাউন যুব নেতা রাণাপ্রতাপ ঘোষ প্রমুখ।
বিজেপির পথ অবরোধ কালিয়াগঞ্জে
শুক্রবার,১৮/১২/২০১৫
575