পরিতোষ বর্মণঃ গোপাল পুজোর ভোগ রান্না করতে গিয়ে গ্যাসের সিলিন্ডারের আগুন লাগলো বালুরঘাট শহরের সংকেতপাড়া এলাকায়। আগুন নেভাতে গিয়ে আহত হন এক ব্যক্তি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে নিয়ে আসে। আগুনে পুড়ে যায় গ্যাসের দুটি সিলিন্ডার সহ বাড়ির একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপাল পুজো উপলক্ষ্যে বাড়িতে ভোগ রান্না করছিলেন মুকুল মন্ডলের স্ত্রী। সেই সময় একটি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগার ঘটনা ঘটে। এর পরে তার থেকে পাশে থাকা আরও একটি সিলিন্ডারে আগুন ছড়িয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসিরা ছুটে আসেন ঘটনা স্থলে। আগুন নেভাতে গিয়ে হাতের বেশ কিছুটা অংশ পুড়ে যায় ভজন দেব নামে এক ব্যক্তির। আগুনে মুকুল মন্ডলের বাড়ির একাংশ পুড়ে যায়।
পুজোর ভোগ রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন
বৃহস্পতিবার,১৭/১২/২০১৫
621