খবরইন্ডিয়াঅনলাইনঃ ১১ জানুয়ারি জুরিখে উচ্চারিত হবে কার নাম। এই প্রশ্নের উত্তর কেবল সময়ই দিতে পারে। তবে এই মুহুর্তে তিন তারকাকে নিয়ে চলছে ব্যাপক জল্পনা আর কল্পনা। ব্রাজিলের কার্লোস দুঙ্গা যেমন স্বদেশী নেইমারকে এগিয়ে রাখছেন। তেমনি লুই ফিগোর বাজি তারই স্বদেশী ক্রিশ্চিয়ানো রোনালদো। বার্সা, রিয়াল আর ইন্টার মিলানের কিংবদন্তি ফুটবলার ফিগো জানান, ‘বর্ষসেরা হওয়ার তালিকায় যে তিনজন রয়েছে, তারা প্রত্যেকেই অসাধারণ ফুটবলার। যুক্তির বিচারে বার্সার কেউ এই ট্রফিটি পাবে। কিন্তু যদি ব্যক্তিগত পারফর্ম আর গোল সংখ্যা বিবেচনা করে ভোট দেওয়া হয় তাহলে রোনালদোর হাতেই উঠবে এ পুরস্কার। গত মৌসুমে বার্সাকে ত্রিমুকুট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার এবং মেসি। আর রোনালদো ম্যাচের পর ম্যাচে গোল করে চললেও দল হিসেবে রিয়াল কোনো মেজর শিরোপা জিততে পারেনি। মেসি নেইমার নাকী রোনালদো।
ফিগো রোনালদো কে নিয়ে বাজি ধরলেন
বৃহস্পতিবার,১৭/১২/২০১৫
657