সত্যজিৎ চক্রবর্তীঃ কলকাতা রোটারি সদনে ইন্ডিয়ান সোসাইটি ফর পেডিয়াটিক ডামাটোলজি I.S.P.D’র কলকাতার শাখার সভাপতি মাননীয় সন্দীপন ধর বহুল পরিচিত ডামাটোলজি’র এক সাংবাদিক সম্বেলনে টাইপ অফ অ্যালার্জি ‘র বিষয় নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন, অ্যালার্জি হয় নানা রকমের যেমন, Food, Dust, Inscet sting, pet, Egg, Drug, Letex & Skin অ্যালার্জি – এই গুলি কি ভাবে হয় তার বিভিন্ন কারনগুলি তুলে ধরলেন। এছাড়া এর বাইরে থেকে কিভাবে বার হওয়া যায় তার প্রতিকার গুলি বুঝিয়ে বললেন।
অ্যালার্জি নিয়ে আলোচনা
সোমবার,১৪/১২/২০১৫
580