এন আর জি এসের তরফে স্বনির্ভর দলের মহিলাদের ট্রেনিং কালিয়াগঞ্জে


বৃহস্পতিবার,১০/১২/২০১৫
578

 বিকাশ সাহাঃ   এন আর জি এসের তরফে স্বনির্ভর দলের মহিলাদের স্বনির্ভর করার তাগিদে বীজ থেকে গাছ তৈরী সংক্রান্ত একটি ট্রেনিং এর আয়োজন করা হয়। এদিন বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির হল ঘরে এই ট্রেনিং হয়। ট্রেনিং-এ উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের যুগ্ম বিডিও শ্রীমন্ত মালিক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রুস্তম আলি, এ পি ও পজোমুদ্দিন শেখ, জে পি ও সুদীপ্ত মজুমদার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিকাশ বর্মণ সহ কালিয়াগঞ্জের পঞ্চায়েত এলাকার স্বনির্ভর দলের প্রতিনিধিরা।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিকাশ বর্মণ জানান, গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর দলগুলি বীজ থেকে চারাগাছ তৈরী করবে। সেই চারাগাছ ২ টাকা দরে পঞ্চায়েত কিনবে। আগামী ৭ দিনের মধ্যে স্বনির্ভর দল গুলি নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে বসে জমি বাছাই করে বীজ লাগানোর প্রক্রিয়া শুরু করবে। বীজ ও সার পঞ্চায়েত থেকেই সরবরাহ করা হবে। স্বনির্ভর দল গুলি নিজের জমিতে যদি বীজ থেকে চারা গাছ তৈরী করে তাহলে ২৫ শতাংশ চারাগাছ নিজের কাছে রেখে বাঁকিটা ২ টাকা দরে পঞ্চায়েতের কাছে বিক্রি করতে হবে। পঞ্চায়েতের জমিতে বীজ থেকে চারা গাছ তৈরী করলে সম্পূর্ণ চারা পঞ্চায়েতের কাছেই বিক্রি করতে হবে। যারা বীজ থেকে চারা তৈরির ক্ষেত্রে পরিশ্রম করবেন তাঁদের নিজ আকাউন্টে পারিশ্রমিক দেওয়া হবে। দুই কাঠা জমির ক্ষেত্রে ৫ হাজার চারাগাছ তৈরি করা যাবে। এই দুই কাঠা জমির জন্য পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ১৬৪ ম্যানডেস। অর্থাৎ ১৭৪ টাকা হিসেবে মোট টাকার পরিমান দাঁড়াবে ২৮ হাজার ৫৩৬ টাকা। যারা বীজ থেকে চারাগাছ তৈরি করবেন তাঁদের আকাউন্টে এই টাকা ভাগ করে দেওয়া হবে। চারাগাছ বিক্রির টাকা দেওয়া হবে স্বনির্ভর দলের আকাউন্টে। দুই কাঠা জমির জায়গায় চার কাঠা হলে একই ভাবে সব কিছু দ্বিগুণ হয়ে যাবে। এদিন বীজ থেকে চারাগাছ তৈরির ক্ষেত্রে জমি বাছাই, জমি তৈরি সহ জমিতে সার ব্যবহারের নানান দিক নিয়ে স্বনির্ভর দল গুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট