পরিতোষ বর্মণঃ গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতর হানা দিয়ে প্রায় ১০০ লিটার জাল মদ সহ এক জনকে আটক করলো। এর পাশাপাশি মদ তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করে তারা। আজ সকালে গঙ্গারামপুরের চিত্তরঞ্জন পল্লীতে হানা দেয় আবগারি দফতর। ধৃত ব্যক্তির নাম সৈদুল ইসলাম। আজ তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।
আবগারি দফতরের গঙ্গারামপুর সার্কেলের ও সি রাজেশ কুমার জানান, বেশ কিছু দিন থেকে ওই এলাকায় জাল মদের রমরমা ব্যবসা চলছিল তার খবর আসছিল। সেই সূত্র ধরে আজ তারা সেখানে হানা দিয়ে প্রায় ১০০ লিটার জাল মদ সহ মদ তৈরির অন্যান্য সামগ্রী উদ্ধার করে।
আবগারি দফতর প্রচুর জাল মদ আটক করলো
বুধবার,০৯/১২/২০১৫
794