ভীমগড়ে ব্যবসা বনধ্


শনিবার,১৪/০৩/২০১৫
630

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ দোকানদারের সাথে ক্রেতারা খুচরো নিয়ে বচসার জেরে মারধর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটলো খয়রাশোল থানার ভীমগড় বাজারে। আর তার জেরে নিজেদের নিরাপত্তার দাবী তুলে ভীমগড় বাজার বনধ্ পালন করলো ভীমগড় ব্যবসায়ী সমিতি। ঘটনা সূত্রে জানা যায়, রাত্রে স্থানীয় মাটিয়ালা গ্রামের মধু খাঁ কমলেশ মণ্ডলের ইলেকট্রিকের দোকানে ১২ টাকা দিয়ে একটি ইলেকট্রিক সুইচ কিনে ১০ টাকা দেন। দোকান মালিক আরও ২ টাকা দাবী করলে ক্রেতা মধু খাঁ জানায় তার কাছে ২ টাকা খুচরো নেই। দোকানদার জানিয়ে দেন, একটি সুইচ বিক্রি করে এমন কিছু লাভ হয় না যে, ২ টাকা ছেড়ে দেওয়া সম্ভব। তখন ওই ক্রেতা দোকানদারকে একটি ৫০০ টাকার নোট দিয়ে তা থেকে ২ টাকা কেটে নেবার কথা বলেন। আর এ নিয়েই দু’জনের মধ্যে বচসা বেধে যায়। ফিরে যায় ওই ক্রেতা। কিন্তু কিছুক্ষণ পরে সে বেশ কিছু লোকজন নিয়ে এসে ইলেকট্রিকের দোকানে হামলা চালায় এবং দোকান মালিক কমলেশ মণ্ডলকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ভীমগড় ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা সেখানে এলে তাঁদের উপরেও হামলা এবং তাঁদের দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খয়রাশোল থানার পুলিশ সেখানে পৌঁছালে তাদের সামনেই হামলা চালানো হয় বলে অভিযোগ তুলে ব্যবসায়ীরা রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তখনকার মতো পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারলেও, পরদিন ভীমগড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ভীমগড়ে ব্যবসা বনধ্ পালন করে। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট