প্রায় ২৬ বেসামরিক নিহত সিরিয়ায়


মঙ্গলবার,০৮/১২/২০১৫
750

খবরইন্ডিয়াঅনলাইনঃ  বিমান হামলায় শিশুসহ ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের  দিয়ে বিবিসি জানিয়েছে, হাসাকা প্রদেশের আল-হাওয়ালের কাছে আল-খান গ্রামে এই হামলা চালানো হয়।

সম্ভবত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট এই হামলা চালিয়েছিল বলে দাবি করেছে একটি মানবাধিকার গোষ্ঠী।

ইরাকে অবস্থানকারী একজন যুক্তরাষ্ট্রের মুখপাত্র জানিয়েছেন, এই প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে।

পৃথকভাবে সিরীয় সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৩ সেনা নিহত হয়েছেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জোট বাহিনীর যুদ্ধবিমান থেকে দির আল-জউর প্রদেশে সেনাশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করেছে সিরীয় সরকার।

দির আল-জউর প্রদেশের অধিকাংশ এলাকা আইএস জঙ্গিদের দখলে রয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জোর দিয়ে দাবি করেছে, সেনা শিবিরের কাছাকাছি এলাকায় জোট বাহিনী কোনো বিমান হামলা চালায়নি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট