গোহত্যার প্রতিবাদে মৌন মিছিলে সামিল ভারতীয় নাগরিক মঞ্চ ঃ কালিয়াগঞ্জ


সোমবার,০৭/১২/২০১৫
677

বিকাশ সাহাঃ    গোহত্যার প্রতিবাদে এদিন কালিয়াগঞ্জে মৌন মিছিলে সামিল হল ভারতীয় নাগরিক মঞ্চ। এদিন সোমবার দুপুর ২ টা নাগাত কালিয়াগঞ্জ ভারত সেবাআশ্রম সংঘ থেকে হাতে গোহত্যা বন্ধের প্ল্যাকার্ড নিয়ে শতাধিক মহিলা পুরুষ মৌন মিছিলে সামিল হয়। মিছিলটি সুকান্তমোড়, বিবেকানন্দ মোড়, ডাকবাংলা রোড হয়ে সুকান্তমোড় রেল গুমটির কাছে এসে শেষ হয়। মৌন মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন, কুনোর ভারত সেবা আশ্রম সংঘের উৎপল মহারাজ, কালিয়াগঞ্জ পুরহিত মঞ্চের অন্যতম সদস্য রুদ্রদেব ব্যানার্জী, গোমাতা সেবা প্রকল্পের প্রমুখ গৌতম সরকার সহ প্রমুখ।
কুনোর ভারত সেবাআশ্রম সংঘের উৎপল মহারাজ পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, তথাকথিত বুদ্ধিবৃত্তিজীবীরা ভারতবর্ষের স্বভিমান, মর্যাদাকে আঘাত করে যে পাপ ও দুরাচার সমাজের বুকে করেছেন, তারা কান খুলে শুনুন, ভারতবর্ষ সহিষ্ণু বলেই আজকে প্রকাশ্য দিবালোকে রাজপথে হিন্দুর সন্তান হয়ে তুমি গোমাংশ ভক্ষণ করতে পার, যদি ভারতবর্ষের হিন্দু সন্তানরা অসহিষ্ণু হত তাহলে এতদিন তোমার মাথা থেকে ধর আলাদা হয়ে যেত। ভারতবর্ষ চিরকাল শান্তি, সৌম্য, মৃদুতার বানী প্রচার করেছে। বিবেকানন্দের ভাষায় যদি পৃথিবীর মধ্যে কোন এক দেশ থাকে, যে দেশ ঈশ্বরের কৃপাধন্য দেশ হিসেবে দাবী করতে পারে, তবে সে দেশ আমাদের ভারতবর্ষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট