যৌনশিক্ষা সব স্কুলে চালু করা উচিত


বৃহস্পতিবার,০৩/১২/২০১৫
754

খবরইন্ডিয়াঅনলাইনঃ    বচ্চন পরিবারের অন্যতম সদস্য ও বলিউডের সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন  বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা ছাড়াও বিশ্বের প্রতিটা স্কুলেই যৌনশিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি তোলেন ইউএনএইডস-এর শুভেচ্ছাদূত ঐশ্বরিয়া।

মঙ্গলবার আন্তর্জাতিক এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এমন ইচ্ছার কথাই জানালেন বচ্চন পরিবারের পুত্রবধূ। তিনি বলেন ‘স্কুলে যৌনশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শহর অঞ্চলের অনেক স্কুলেই এটা আছে। বিশ্বের প্রতিটা স্কুলেই যদি যৌনশিক্ষার ব্যবস্থা রাখা যায় তবে ভালো হবে বলে আমার ধারণা।’

অনুষ্ঠানে ইউএনএইডস-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের ভূমিকার প্রতিও সন্তুষ্টি প্রকাশ করেন সাবেক এ বিশ্ব সুন্দরী। বিশ্ব জুড়ে প্রতিটা নারীর কাছেই পৌঁছানোর সুযোগ চান তিনি। এর জন্য মুক্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন ‘দেবদাস’ অভিনেত্রী।  তিনি আরও মনে করেন, ‘এই মুক্ত যোগাযোগ ব্যবস্থাই সমাজে পরিবর্তন আনার অন্যতম চাবিকাঠি।’

বিয়ের পর অভিনয়ের চেয়ে সমাজ সেবামূলক কাজেই বেশি ব্যস্ত থাকেন ঐশ্বরিয়া। রূপালী পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘জজবা’ ছবিতে।  এ বছরেরই ৯ অক্টোবর মুক্তি পায় ৪১-এ পা দেয়া ঐশ্বরিয়ার ‘জজবা’। কিন্তু সাফল্যের মুখ দেখেনি ছবিটি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট