দিল্লির পাক দূতাবাসে অভিযান চালানো হবে


বুধবার,০২/১২/২০১৫
380

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- আইএসআই’র গুপ্তচরের সন্ধানে  রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তানী দূতাবাসে অভিযান চালাবে  নিরাপত্তা বাহিনী।  ওই গুপ্তচর ভারতবিরোধী কর্মকাণ্ডে মদত  দিচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়,  সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ’র গ্রেপ্তারকৃত প্রধান কনস্টেবল আব্দুল রশিদ ও তার সহযোগী কাফাইতুল্লাহ খানকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হবে।  পুলিশ জানিয়েছে, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) কর্মকর্তারা খানকে গোপনে পাকিস্তানে ডেকে পাঠিয়েছিলেন। নিয়োগ ও তথ্য লেনদেন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল তার সহযোগীদের মাধ্যমে। কিন্তু তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে দূতাবাসে এক ব্যক্তির সঙ্গে দেখা করে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছিল। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। গত ৭ ডিসেম্বর থেকে পুলিশের হেফাজতে রয়েছেন রশিদ। যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর প্রথম সারির পরিকল্পনা আইএসআই-কে জানিয়ে দিয়েছিলেন বলে শীর্ষ সূত্রের মাধ্যমে জানতে পেরেছে ।‘অর্ডার অব ব্যাটেল’ শীর্ষক ওই পরিকল্পনার একটি অনুলিপিসহ অন্যান্য স্পর্শকাতর নথিপত্রও রশিদের কাছ থেকে জব্দ করেছে দিল্লি পুলিশ। গুপ্তচরদের মাধ্যমে পুঞ্চ, মেনধার ও রাজৌরিতে অবস্থানরত বিএসএফ’র বিভিন্ন ইউনিট ও রাষ্ট্রীয় রাইফেলসের দু’টো ইউনিটের সঠিক অবস্থান ও কর্মক্ষমতা সম্পর্কেও জানতে পেরেছে আইএসআই। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে পাকিস্তানী সহযোগী এবং ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর ভেতর ছদ্মবেশী অন্যান্য গুপ্তচরদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ চালানো হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট