প্রধানমন্ত্রী মোদীর সাথে কিছুক্ষণ কথা হল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে


সোমবার,৩০/১১/২০১৫
723

খবরইন্ডিয়াঅনলাইনঃ    প্যারিসে  বিশ্ব জলবায়ু সম্মেলনে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাক্ষাৎ হয়েছে। সোমবার বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধনের প্রাক্কালেই  দুটি দেশের প্রধানমন্ত্রী দ্বয়ের সাক্ষাৎ হয়। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, প্যারিস জলবায়ু সম্মেলনের সাইডলাইনে আলাদাভাবে একান্তে সাক্ষাৎ করেছেন মোদী ও নওয়াজ। এসময় তারা পরস্পরের সঙ্গে মুচকি হাঁসি বিনিময় ও করমর্দন করেন। এর আগে গত জুলাইয়ে রাশিয়ার ইউএফএ সম্মেলনে এবছর তাদের প্রথম সাক্ষাৎ হয়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদী। সূত্রের খবর, ওবামা প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় সংলাপ শুরুর ব্যাপারে আগ্রহী। রবিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনও ভারত-পাকিস্তানের সাথে আলোচনা হবার কথা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট