অভিনেত্রী প্রিয়াঙ্কা মুম্বাই ফিরে স্বস্তি পেলেন


সোমবার,৩০/১১/২০১৫
681

খবরইন্ডিয়াঅনলাইনঃ    প্রিয়াঙ্কা  দেশে ফিরেই নাকি বললেন, “আমি ভালবাসায় অন্ধ হয়ে রয়েছি… আমায় জড়িয়ে ধরো!” কার কাছে ফিরলেন প্রিয়ঙ্কা? আর, কার জন্যই বা এমন আকুতি প্রিয়াঙ্কার? জানা গেছে, প্রিয়াঙ্কার এই আকুতি কোন রাজপুত্রের জন্য নয়, তার মুম্বাই নগরীর জন্য! মুম্বাইয়ের প্রতি ভালবাসাই তাকে অন্ধ করে তুলেছে। এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা লিখেন নায়িকা, মুম্বাইয়ের রাতের নিবিড় আঁধার বাহুতে  ডুবে থাকতে চাই আমি! মুম্বাইয়ের মুখ ছাড়া আপাতত আর কিছু দেখতে চাই না। এদিকে নিন্দুকরা বলছেন ভিন্নকথা, এটা নায়িকার বাড়াবাড়ি। এক দিকে হুলুস্থুলু চলছে তার নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’-র মুক্তি নিয়ে, অথচ তিনি হলিউডের শুটিং ছেড়ে এক বারের জন্যও ফিরতে পারছেন না দেশে! এ বারের দিওয়ালিটাও বিদেশে কাটাতে বাধ্য হয়েছেন তিনি!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট