খবরইন্ডিয়াঅনলাইনঃ সিরিয়ায় সন্দেহভাজন রাশিয়ান বিমান হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস রবিবার এ কথা জানিয়েছে। আলজাজিরা জানিয়েছে, ইদলিব প্রদেশের আরিহা শহরের একটি ব্যস্ত মার্কেটে ওই হামলা চালানো হয়েছে। সংস্থাটি বলেছে, শহরের আশপাশের এলাকাতেও হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যম আরিহা আল-ইয়াম বলেছে, রাশিয়ান যুদ্ধবিমান থেকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে সংস্থাটির পরিচালক রামি আব্দেল রহমান বলেছেন, হামলায় অন্তত ৬০ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছেন।
সিরিয়ায় বিমান হামলায় প্রায় ৪৪ জনের মৃত্যু হল
সোমবার,৩০/১১/২০১৫
704