বিকাশ সাহাঃ লড়ির সঙ্গে যন্ত্রচালিত রিক্সা ভানের(ভুটভুটি) সংঘর্ষে মৃত এক শিশু সহ আহত আরও ৯ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত কুনোর এলাকায়। শনিবার রাতে কুনোরের এক রাসমেলায় কৃত্তণ শুনতে গিয়েছিল পার্শ্ববর্তী মুকুন্দপুর গ্রামের বাসিন্দারা। কৃত্তণ শুনে তাঁরা শনিবার রাত ৯ টা নাগাত একটি ভুটভুটি চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কালিয়াগঞ্জ-সাহেবঘাটাগামী একটি লড়ি কুনোরের ডিসকো মোড়ে আসা মাত্র সংঘর্ষের ঘটনাটি ঘটে। ডিসকো মোড় এলাকায় পাশ কাটাতে গিয়ে লড়ি ও ভুটভুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের জেরে ভুটভুটির চালক সহ আহত হয় মোট ১০ জন। আহতদের উদ্ধার করে কয়েকজনকে কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতাল ও বাকিদের রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে স্থানীয় বাসিন্দারা। কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতাল থেকে আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ১০ জনের মধ্যে প্রনবানন্দ বিদ্যাপীঠের প্রথম শ্রেণীর ৬ বছরের ছাত্র দেব সরকারের চিকিৎসা শুরুর আগেই রায়গঞ্জ জেলা হাসপাতালে মৃত্যু হয় শিশুটির। এদিকে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজিত জনতা লড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে ছুটে আসে দমকল বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কালিয়াগঞ্জ থানার পুলিশ লড়ি ও ভুটভুটিকে আটক করলেও লড়ির চালক ও খালাশি পলাতক।
কালিয়াগঞ্জে লড়ি ও ভুটভুটির সংঘর্ষে মৃত এক শিশু সহ আহত আরও ৯ জন
রবিবার,২৯/১১/২০১৫
698