কয়েক মিনিটে হাত ও পা সুন্দর করুন


মঙ্গলবার,২৪/১১/২০১৫
1123

খবরইন্ডিয়াঅনলাইনঃ    সুন্দর আর নরম-কোমল হাতের বাসনা মনে লালন করেন প্রত্যেক নারী। কিন্তু চাইলেই কি আর হয়? দৈনিক সমস্ত কাজ তো এই হাত দিয়েই করা হয়। আর বাসন মাজা থেকে শুরু করে খাওয়া, প্রতিটি কাজেই নষ্ট হয়ে যেতে থাকে আপনার সুন্দর হাতগুলো।

সেইসাথে বয়সের একটা ছাপ তো আছেই। আজীবন নরম ও কোমল রাখতে চান হাত? প্রতিদিন করুন মাত্র কয়েক মিনিটের এই কাজটি। আপনার সুন্দর হাত দুটি থাকবে আজীবন শিশুদের মতই কোমল।

অলিভ অয়েল (নারিকেল তেলেও হবে) মান সমান পরিমাণ অলিভ অয়েল ও চিনি মিশিয়ে নিন।এই মিশ্রণটি হাতে ম্যাসাজ করুন ১ মিনিট যাবত।তারপর হালকা কুসুম গরম জল দিয়ে হাত ধুয়ে নিন।হাত ধুয়ে মুছে সামান্য মাখন ম্যাসাজ করে লাগিয়ে নিন। আপনি চাইলে যে কোন লোশন লাগাতে পারেন, তবে মাখনটাই সেরা কাজ দেবে। আপনি চাইলে সমান সমান পরিমাণ জল ও গ্লিসারিন মিশিয়েও লাগাতে পারেন।

এই কাজটি রোজ রাতে করতে পারলে সবচাইতে ভালো। এছাড়াও দিনের যে কোন সময় করতে পারেন। যাদের হাত কালো, তাঁরা একটু লেবুর রসও মিশিয়ে নেবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট