বালুরঘাটবাসি শোকস্তদ্ধ


মঙ্গলবার,২৪/১১/২০১৫
716

পরিতোষ বর্মণঃ    বালুরঘাট পৌরসভার চেয়ারপার্সন চয়নিকা লাহার অকাল প্রয়ানে শোকস্তব্ধ বালুরঘাটবাসি। সোমবার খিদিরপুর মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবার পর মঙ্গলবার বালুরঘাটের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে শোকসভা থেকে আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিল। এদিন সন্ধ্যায় বালুরঘাট জেলা প্রেস ক্লাবের সামনে থেকে মোমবাতি মিছিল বের করে টাউন যুব তৃণমূল কংগ্রেস কমিটি। মিছিলটি শহরের নারায়নপুর এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে নিরাবতা পালন করা হয়।
এরপাশাপাশি বালুরঘাট কলেজে চয়নিকা লাহার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ কুন্ডু, জি এস ভিম হালদার সহ অন্যান্য অধ্যাপক ও ছাত্র ছাত্রীরা।
অন্য দিকে হিলি ব্লকের ত্রিমোহিনী এলাকায় হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা ও নিয়ারবতা পালন করা হয়। বালুরঘাট পৌরসভার কর্মীরা সুবর্ণতটে চয়নিকা লাহার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট