অভিনেত্রী করিশমার মেয়ে দেখিয়ে দিল ছবি করে


মঙ্গলবার,২৪/১১/২০১৫
804

খবরইন্ডিয়াঅনলাইনঃ    দশ বছর বয়সে সিনেমা নির্মাণ করে সবাইকে অবাক করে দিল এক সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী করিশমা  কাপুরের বড় মেয়ে সামাইরা কাপুর।

জানা গেছে, মাত্র দশ বছর বয়সে সামাইরা নির্মাণ করে ফেলেছেন একটি শর্ট ফিল্ম। শুধু তাই না, শর্টফিল্মে নিজেই অভিনয় করেছেন আবার কখনো কখনো সিনেমাটোগ্রাফিটাও করেছেন সামাইরা নিজেই। সম্প্রতি সামাইরার নির্মিত প্রথম ছবিটি দেখানো হল হায়দরাবাদে অনুষ্ঠিত ‘১৯তম ইন্টারন্যাশনাল চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভালে।

এত অল্প বয়সে সামাইরার এমন কৃতিত্বে অন্যান্যদের মতে উচ্ছ্বসিত মা করিশমা। চিল্ড্রেন ফিল্ম ফেস্টিভাল সম্পর্কে বলতে গিয়ে করিশমা বলেন, ‘ছোটদের জন্য এটা দারুণ সুযোগ। সামাইরাও এতে অংশ নেওয়ায় আমি খুব খুশি।’ সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে  আরো বলেন, মেয়ে ভবিষ্যতে যা হতে চাইবেন, তিনি কোনো বাধা দেবেন  না মেয়ের জন্য অগাধ স্বাধীনতার কথাও বলেন তিনি।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট