এক রোগীর ইঞ্জেকশন অন্য রোগীকে দেওয়া হল রায়গঞ্জ জেলা হাসপাতালে


সোমবার,২৩/১১/২০১৫
746

বিকাশ সাহাঃ    উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতালে ডাক্তার নির্দেশিত ইঞ্জেকশন এক রোগীর বদলে অন্য রোগীকে দেওয়ার অভিযোগ উঠলো কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে। রোগীর আত্মীয়রা জানান, বার্ধক্য জনিত রোগে আক্রান্ত জাহিরুদ্দিন আহমেদ রায়গঞ্জ জেলা হাসপাতালের পুরুষ বিভাগের ২৫ নম্বর বেডে ভর্তি হয়েছিলেন গতকালকে। শ্বাসকষ্ট ও পেটে ব্যাথা নিয়ে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা বৈদ্যনাথ সিংহ ঐ একই ওয়ার্ডের ২২ নম্বর বেডে ভর্তি হয়েছিলেন। রোগীর আত্মীয়দের অভিযোগ, ডাক্তার বাবুর নির্দেশিত ইঞ্জেকশন জাহিরুদ্দিন আহমেদকে দেওয়ার কথা। কিন্তু কর্তব্যরত নার্স তা না করে পাশের বেডে থাকা বৈদ্যনাথ সিংহকে সেই ইঞ্জেকশন দিয়ে দেয় বলে অভিযোগ। বৈদ্যনাথ সিংহের ছেলে শিবশঙ্কর সিংহ জানান, বাবার জন্য এই ইঞ্জেকশন নয়, এমন কথা জানানো শর্তেও কর্তব্যরত নার্স বাবাকে অন্যের জন্য নির্ধারিত ইঞ্জেকশন দিয়ে দেয়। কর্তব্যরত ঐ নার্সের বিরুদ্ধে আমি হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানিয়েছি। থানাতেও তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাব।
এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের মধ্যেই উত্তেজিত হয়ে পড়ে রোগীর আত্মীয়রা। উত্তেজিত রোগীর আত্মীয়দের সামাল দিতে ডাকা হয় পুলিশকে। উত্তেজিত রোগীর আত্মীয়দের বিক্ষোবের হাত থেকে অভিযুক্ত নার্সকে বাঁচাতে সেখান থেকে সেই নার্সকে সরিয়ে দেয় হাসপাতাল কর্তীপক্ষ। হাসপাতাল কর্তীপক্ষ ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনার তদন্তে নেমেছে হাসপাতাল কর্তীপক্ষ। DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট