সত্যজিৎ চক্রবর্তীঃ আগামী ২৭ থেকে ৩০ শে নভেম্বর ২০১৫ শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্লাস্টিক – ২০১৫ মেলা সায়েন্স সিটিতে। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্বেলনে জানালেন ইন্ডিয়ান প্লাসিক ফেডারেশনের সভাপতি মাননীয় প্রদীপ নায়ার ও অশোক জাজোরিয়া, রমেশ কুমার রাঠোরিয়া প্রমুখ।
শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্লাস্টিক – ২০১৫
শুক্রবার,২০/১১/২০১৫
714