বিকাশ সাহাঃ গৃহবধূ ধর্ষণে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করলো হেমতাবাদ থানার পুলিশ। গত শুক্রবার রাতের অন্ধকারে চুপিসারে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার হীরালাল বর্মণের(২৮) বিরুদ্ধে। শনিবার বিকেলে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। তারপরথেকেই পলাতক ছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার হীরালাল বর্মণ। ধর্ষিতা গৃহবধুর পড়িবারের তরফ থেকে জানাযায়, শুক্রবার ধর্ষিতার স্বামী তাঁর বড় সন্তানকে নিয়ে মামার বেড়াতে গিয়ে বাবা ও ছেলে দুজনে মিলে রাতে সেখানে থেকে যায়। এদিকে ৯ বছরের পুত্রকে নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন গৃহবধূ। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে জোর করে দরজা খুলে ছেলে ও গৃহবধূকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার বিকেলে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্ত হীরালালের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে রবিবার রাতে হেমতাবাদের সন্তরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ। ধৃতকে এদিন সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান হেমতাবাদ থানার ওসি মনজিৎ দাস।
ধর্ষণে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হেমতাবাদে
মঙ্গলবার,১৭/১১/২০১৫
703