কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির হল ঘর থেকে উদ্ধার পাঁচটি প্যাঁচা


রবিবার,১৫/১১/২০১৫
681

বিকাশ সাহাঃ    কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির হল ঘর থেকে উদ্ধার দুধসাদা পাঁচটি প্যাঁচা। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির হল ঘরের ভিতরের সিলিং- এ সপরিবারে বাসা বেঁধেছিল প্যাঁচার দল। সেখান থেকেই এদিন উদ্ধার করা হয় পাঁচটি সাদা রঙের প্যাঁচা। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্যের নেতৃত্বে উদ্ধার হওয়া প্যাঁচাগুলি কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে হস্তান্তরিত করা হয়। এরপরে কালিয়াগঞ্জ থানা থেকে প্যাঁচা গুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।   DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট