বিকাশ সাহাঃ কর্ণাটকের বিষ্ণু মন্দিরের আদলে তৈরী হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ত্রিধারা ক্লাবের পূজো মণ্ডপ। জেলার বিগ বাজেটের পূজো গুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার ত্রিধারা ক্লাবের পূজো। ১০০ ফুট লম্বা ও ৮০ ফুট উচ্চতা বিশিষ্ট পূজো প্যান্ডেলে অসুর নিধনে শ্যামা মা চণ্ডী রূপে অবস্থান করেছেন। ত্রিধারা ক্লাবের পূজো এবছরে ৪০ বছরে পা দিল। পুজোর আগের দিন পূজা মণ্ডপের পাশের রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন ক্লাব কর্তারা। সোমবার রাতে প্রদীপ জ্বালিয়ে ও ফিতা কেটে পূজা মণ্ডপের শুভ উদ্বোধন করেন বি এস এফের রায়গঞ্জ রেঞ্জের ডি আই জি জর্জ মঞ্জুরন। ডি আই জি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিশিষ্ট নাগরিক বৃন্দ ও ক্লাবের সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে মণ্ডপ প্রাঙ্গনে ভিড় জমান কয়েকশ সাধারণ মানুষ।
কর্ণাটকের বিষ্ণু মন্দিরের আদলে তৈরী হয়েছে কালিয়াগঞ্জের ত্রিধারা ক্লাবের পূজো মণ্ডপ
মঙ্গলবার,১০/১১/২০১৫
608