বিকাশ সাহাঃ গরু পাচার রুখতে গিয়ে পাচারকারীর আক্রমনে গুরুতর আহত হলেন এক বিএসএফ জওয়ান। ১৬৭ নম্বর ব্যাটেলিয়ানের আহত বিএসএফ জওয়ানের নাম বিশ্বনাথ সিংহ। পাচারকারীদের আক্রমন রুখতে বিএসএফের তরফ থেকে পাল্টা গুলি চালানো হয়। বিএসএফের ছোঁড়া গুলির ঘায়ে গুরুতর আহত হয় কালিয়াগঞ্জের পালিগাঁ গ্রামের বাসিন্দা মনসুর আলি(২৫) নামে এক পাচারকারী । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের খোলতোর বিওপির অধীনের ফরিতপুর সংলগ্ন টাঙ্গন নদীর সেতুর নিচে । বিএসএফ সুত্রের খবর, শনিবার রাতে রাধিকাপুরের খোলতোর সীমান্ত এলাকা দিয়ে ৬ টি গরু নিয়ে সাত থেকে আট জনের এক পাচারকারী দল টাঙ্গন নদীর সেতুর নিচ দিয়ে সীমান্ত পার হতে যাচ্ছিল। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের বাঁধা দিলে বিএসএফ জওয়ানের উপর আক্রমন চালায় পাচারকারীরা। এতেই গুরুতর আহত হয় এক বিএসএফ জওয়ান। বিএসএফ পাল্টা গুলি চালালে গরু পাচারকারী মনসুর আলির পেটে গুলি লাগে। বিএসএফের আরও জওয়ান ঘটনাস্থলে ছুটে আসলে পালিয়ে যায় পাচারকারীরা। আহত বিএসএফ জওয়ান বিশ্বনাথ সিংহ ও গরু পাচারকারী মনসুর আলিকে তড়িঘড়ি রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। এখনও তাদের চিকিৎসা চলছে।
গরু পাচার রুখতে গিয়ে আহত বিএসএফ জওয়ান, পাল্টা গুলিতে আহত পাচারকারী ঃ কালিয়াগঞ্জ
রবিবার,০৮/১১/২০১৫
624