বিভাগীয় বিমা কর্মচারী সমিতির যৌথ মঞ্চের ডাকে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে সচেতনতা শিবির কালিয়াগঞ্জে


শুক্রবার,০৬/১১/২০১৫
727

বিকাশ সাহাঃ    বিভাগীয় বিমা কর্মচারী সমিতির আহব্বানে এজেন্ট, কর্মচারী, কর্মী ও অফিসারদের যৌথ মঞ্চের ডাকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ১০ নম্বর মালগাঁ গ্রাম পঞ্চায়েতের সাহেবঘাটা এলাকায় ধানের মহামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে সচেতনতা শিবিরের আয়োজন করলো লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এদিন শুক্রবার বিকেলে এই সচেতনতা শিবিরকে কেন্দ্র করে সাহেবঘাটা এলাকায় উপস্থিত ছিলেন ১০ নম্বর মালগাঁ গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক কৃষক। সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন, এগ্রিকালচার ডেভলপমেন্ট অফিসার চম্পক বিশ্বাস, লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কালিয়াগঞ্জের ব্রাঞ্চ ম্যানেজার হীরেন সরকার, ডি আই ই এ এর কনভেনর শান্তনু বিশ্বাস, এন এফ এই এফ ডবলু এর সম্পাদক দীলিপ সিনহা, এল আই এ এফ আই এর সম্পাদক দিলিপ দাস, এল আই সি ও এ আই এর সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী, এন এফ আই এফ ডবলু আই এর সভাপতি পিনাকী রায় ১০ নম্বর মালগাঁ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু তাহের সহ প্রমুখ। এদিন শস্য বিমা ও কৃষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে কৃষকদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।
মহাজনের কাছ থেকে লোণ না নিয়ে কৃষাণ ক্রেডিট কার্ড তৈরি করে কৃষির উন্নয়ন ঘটাতে আহব্বান জানান এগ্রিকালচার ডেভলপমেন্ট অফিসার চম্পক বিশ্বাস। তিনি বলেন, প্রতিটি কৃষকের মোবাইল রেজিস্ট্রেশন করা হবে। যাতে করে সরকারী সমস্ত প্রকল্প মোবাইলে ম্যাসেজের মাধ্যমে কৃষকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। সেই সঙ্গে প্রতিটি কৃষকের জমির মাটি পরীক্ষার ব্যবস্থা করে তাঁদের হাতে মাটি পরীক্ষার কার্ড তুলে দেওয়া হবে। যার ফলে কৃষকরা সঠিক ভাবে প্রয়োজনমত সঠিক পরিমাণে জমিতে কীটনাশক ও সার প্রয়োগ করতে পারেন। অযথা দোকানদারের কথা মত প্রচুর পরিমাণে জমিতে কীটনাশক ও সার প্রয়োগ করা থেকে কৃষকরা অব্যাহতি পাবেন, সেই সঙ্গে আর্থিক দিক থেকেও লাভবান হবেন। DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট