পরিতোষ বর্মণঃ কালিপূজার আগে ফের চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে বালুরঘাট শহরে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ফের বালুরঘাট কলেজপাড়ার পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় চুরি ঘটনা ঘটল বৃহস্পতিবার রাতে। ওই এলাকার ভাড়াটিয়া এক শিক্ষকের ঘরের দরজা ভেঙে সোনার গয়না, নগদ টাকা সহ বহু মূল্যবান সামগ্রী চুরি যায়। ঘটনা জানাজানির পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সব মিলিয়ে কয়েক হাজার টাকার জিনিস চুরি গেছে বলে জানা গেছে। বাড়ির মালিক আশিস কুমার রায়ের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে দীর্ঘদিন ধরে পরিবার সহ বসবাস করছেন জিতেন্দ্রনাথ পাল নামে এক শিক্ষক। পুজোর ছুটিতে বীরভূমের লাভপুরে নিজেদের বাড়ি গিয়েছেন ওই শিক্ষক পরিবার । এই সুযোগকে কাজে লাগিয়ে অবাধে ওই বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতিরা। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসে বাড়ির মালিক আশিস বাবুর। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। চুরির ঘটনার কথা টেলিফোনে জিতেন্দ্রনাথ পালকে জানিয়েছেন আশিস বাবু। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কিভাবে চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
বালুরঘাট কলেজপাড়ায় আবার চুরি হলো
শুক্রবার,০৬/১১/২০১৫
584