ফাল্গুন মাস আসলেই বসন্ত ঋতুর আগমণ ঘটে, তার সঙ্গে যেন প্রত্যেকের হৃদয়ে কোণে রং-এর ছোঁয়া লাগে। বসন্তের সঙ্গে যেন রং -এর পারস্পরিক মেলবন্ধন আছে প্রকৃতিরও যেন সেই অপূর্ব মেলবন্ধনের একমাত্র সাক্ষী বহন করে মেলে ধরে। যা আমাদের হৃদয়কে নতুন রূপে রাঙ্গিয়ে তোলে। আমরা প্রকৃতির এই অপূর্ব রূপকে আরো সুন্দর করে তোলার জন্য দোল উৎসবে মেতে উঠি। তবু আমাদের শৈশবে দেখা দোল উৎসবের সঙ্গে বর্তমানের দোল উৎসব অনেকটা প্রভেদ দেখতে পাই । তখন আমরা ছোটরা বড়দের চরণে বিভিন্ন রং-এর আবির দিতাম এবং বড়দের কাছ থেকে আশীর্বাদ কামনা করতাম। কিন্তু এখন এইসব রীতিনীতির পুরাতন ফ্যাশনে পরিণত হয়েছে। তবে আমাদের ধারণা গ্রামবাংলায় এখনও পুরাতন প্রথার প্রচলন আছে। শান্তিনিকেতনের দোল উৎসব এখনও সাক্ষী বহন করে চলেছে
এসো মাতি বসন্তোৎসবে…
বুধবার,০৪/০৩/২০১৫
772