২২ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেপ্তার রায়গঞ্জে


সোমবার,০২/১১/২০১৫
674

বিকাশ সাহাঃ    উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ২২ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সুত্রে খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে রায়গঞ্জের পানিশালার এলাকা থেকে আকাশ আলি নামে বছর ২৫শের এই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়ি পানিশালা এলাকার গোবরর্ধা গ্রামে।
পুলিশ সুত্রের খবর, গোপন সুত্রে গাঁজা পাচারের খবর রায়গঞ্জ থানার পুলিশ জানতে পারে। এরপরেই রায়গঞ্জের পানিশালা এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে গাঁজা গুলো নিয়ে যাওয়ার সময় আকাশ আলিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃত আকাশ আলি কোথা থেকে এতগুলো গাঁজা নিয়ে এসেছে, বা কোথায় পাচারের উদ্দেশ্যে সেগুলো নিয়ে যাচ্ছিল এব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে এদিন সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।
পুলিশ সুত্রে আরও জানাযায়, রায়গঞ্জের মিলনপাড়ার বাসিন্দা অভিজিৎ সাহার খুনের ঘটনায় জড়িত এই আকাশ আলি গত বছর ১০ই জুলাই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিল। পুলিশ হন্নি হয়ে খুঁজছিল তাকে। DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট