বিয়ের গাড়ী দুর্ঘটনায় মৃত পাঁচ


মঙ্গলবার,০৩/০৩/২০১৫
702

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ বরযাত্রীবাহী মারুতি গাড়ীর সাথে দশ চাকার একটি লরির মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুকন্যা-সহ মৃত্যু হলো পাঁচ জনের। মৃতদের মধ্যে রয়েছেন মারুতির চালক অমিত কোনাই ( ২১ ), পাত্রের দুই ভাগ্নে রাজদীপ বড়াল ( ১২ ) ও মম্মায় সেন ( ২৮ ), পূজা দে ( ২৮ ) ও তাঁর তিন বছরের মেয়ে জয়িতা। ২৭ ফেব্রুয়ারী দুঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের রামপুরহাটের ভল্লা ক্যানেল মোড়ে। মাড়গ্রাম থানার বিষ্ণুপুর থেকে পাত্র চন্দন সেন তিনটি গাড়ী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন নলহাটির রাধামাধব মন্দিরে। পথের মধ্যেই এই দুঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে বিয়ের সমস্ত অনুষ্ঠান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট