উত্তরবঙ্গ সফরে সাংসদ মুকুল রায়


বৃহস্পতিবার,২৯/১০/২০১৫
593

খবরইন্ডিয়াঅনলাইনঃ    উত্তরবঙ্গে এলেন তৃণমূল সাংসদ মুকুল রায়। তাঁর নতুন দল নিয়ে জল্পনার মাঝেই আজ শিলিগুড়ি পৌঁছে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেন তিনি। দার্জিলিং যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন, “এটা ব্যক্তিগত সফর। মহাকাল মন্দিরে পুজো দিতে এসেছি।”

মুকুল রায় আরও জানান, পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে কোনও বৈঠকের সম্ভাবনা নেই। তবে কেউ চাইলে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। নতুন দল গঠন নিয়ে তিনি বলেন, “নতুন দল গঠন করছি এমনটা আমি বলছি না বা এখনও পর্যন্ত বলিনি। মানুষের সঙ্গে সময় কাটাতে চাই। বহুদিন উত্তরবঙ্গে আসিনি। তাই এই সফর।” আজ রাজ্যসভার এই সাংসদের সঙ্গে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট