খবরইন্ডিয়াঅনলাইনঃ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশে সাম্প্রতিক কালের বোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় করতেই এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সোমবার সকাল থেকে বিমানবন্দরের ভেতরে ও বাইরে যাত্রীদের কঠোর তল্লাশিসহ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর কেন্দ্রিক নাশকতার পরিকল্পনা করছে একটি গোষ্ঠি- তাদের কাছে এমন তথ্য রযেছে। রোববার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর এক অভ্যন্তরীণ বৈঠকে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। ( ছবিঃ ফাইল চিত্র ) ।