ছোট শিশু উদ্ধার পাচার হওয়ার আগে


রবিবার,২৫/১০/২০১৫
648

পরিতোষ বর্মণঃ    এক নাবালিকাকে ভিন রাজ্যে পাচার করতে গিয়ে ধরা পড়লো স্বামী স্ত্রী সহ আর এক মহিলা। আজ দুপুরে বালুরঘাট পৌর বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃত নবীন চর্তুবেদী, চুমকি চর্তুবেদীদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গেছে, এদিন দুপুরে নবীন চর্তুবেদী ও তার স্ত্রী চুমকি চর্তুবেদী বালুরঘাট থানার চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চকচন্দন এয়াকার এক নাবালিকাকে ভুলিয়ে ভালিয়ে দিল্লী নিয়ে যাচ্ছিল। বাসস্ট্যান্ড এলাকায় ওই নাবালিকা মেয়েটির সঙ্গে অস্বাভাবিক ব্যবহার করে নবীন চর্তুবেদী ও তার স্ত্রী। বিষয়টি নজরে আসেলে তাদের আটকে থানায় খবর দেয় এলাকাবাসিরা। খবর পেয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নবীনের বাড়ি দিল্লীর সালাপুর এলাকায়। সেখানেই ওই নাবালিকাকে নিয়ে যাচ্ছিল সে ও তার স্ত্রী। ওই নাবালিকার ঠাকুরমা দিপালী সরকার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট