যুদ্ধ বিমান চালাবে মহিলারা


রবিবার,২৫/১০/২০১৫
326

খবরইন্ডিয়াঅনলাইনঃ    যুদ্ধ বিমানে এবার চালকের ভূমিকায় মহিলারা । শনিবার  স্বরাষ্ট্র মন্ত্রক এবিষয়ে চূড়ান্ত অনুমোদন দিল । বায়ুসেনা বাহিনীর যুদ্ধবিমান চালকের তালিকায় এবার থেকে থাকবে মহিলাদের নামও  বায়ুসেনা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে,  বায়ু সেনা অ্যাকাডেমিতে এই মুহূর্তে মহিলাদের যে দল প্রশিক্ষণরত তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে প্রথম মহিলা পাইলটকে।  প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২০১৬-র জুন মাসে হবে প্রশিক্ষণের প্রথম ব্যাচ নিয়োগ আর এক বছরের প্রশিক্ষণের পরেই মহিলাদের হাতে উড়বে যুদ্ধ বিমান ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট