বিজেপিকে তুলোধনা করলেন উদ্ধব


শুক্রবার,২৩/১০/২০১৫
338

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    বিজেপি’র বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে৷ রাম মন্দির ইস্যু তুলে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷এদিন উদ্ধব বলেন, ‘‘বিজেপি রাম মন্দির গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনও দিন তারিখ দেয় না৷’’ কেন্দ্রে ক্ষমতায় আসার আগে রাম মন্দির ছিল বিজেপি’র অন্যতম ইস্যু৷ কিন্তু এখনও পর্যন্ত রাম মন্দির নিয়ে কোনও নির্দিষ্ট প্রকল্প ঘোষণা করতে পারেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷

এদিন বিফ-বিতর্ক নিয়েও সুর চড়ান সেনা সুপ্রিমো৷ তিনি বলেন, ‘‘বাড়ি বাড়ি গিয়ে গোমাংস খোঁজার বদলে ভারতকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করে সকলের জন্য নির্দিষ্ট সিভিল কোড চালু করা হোক৷’’ তাঁর কথায়, দাদরি–কাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, সুধেন্দ্র কুলকার্নির মুখে কালি ছোঁড়ার জন্য নয়৷উদ্ধব বলেন, মুদ্রাস্ফীতি, দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলুন, গোমাংস নিয়ে নয়৷ সেইসঙ্গে উদ্ধবের হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে পাকিস্তানে ঢুকে মারুন।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট